মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটের কাঠালবাড়ী ঘাট এলাকায় স্পীড বোটের সঙ্গে বালুবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এঘটনায় স্পীডবোটের চালকসহ ২ যাত্রী নিখোঁজ রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শিমুলিয়া ঘাট থেকে একটি স্পীড বোটের চালক ১৬ যাত্রীসহ কাওড়াকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। সোয়া ৯টার দিকে কাঠাঁলবাড়ী এলাকায় একটি বালুবাহী জাহাজের সঙ্গে স্পীড বোটের সংঘর্ষ হয়। এসময় ১৪ যাত্রী সাতরে পাড়ে উঠতে পারলেও চালকসহ ২ যাত্রী নিখোঁজ রয়েছে।
মাদারীপুরের শিবচর থানার ওসি জাকির হোসেন জানান, ৩ জন নিখোঁজ রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে।
বিডি প্রতিদিন/ ০১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন