নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় কানাই চন্দ্র বর্মণ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের উপজেলার কাঞ্চন সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাই চন্দ্র বর্মণ উপজেলার কেন্দুয়া জেলেপাড়া এলাকার নিতাই চন্দ্র বর্মণের ছেলে।
রূপগঞ্জ থানার ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, নিজ বাড়ি থেকে ভুলতা গাউছিয়া মাছের আড়তে যাওয়ার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশা যোগে রওনা হন কানাই। উপজেলার কাঞ্চন সেতু এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন