মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর গ্রামের গোরস্থানের কবর থেকে নিসারন নেছা (৫৮) নামের এ নারীর মরদহ চুরি হয়ে গেছে।
নিসারন নেছা রামনগর গ্রামের পশ্চিমপাড়া এলাকার দুয়াত আলীর স্ত্রী। ১ আগষ্ট সকাল ৮ টার সময় স্ট্রোক করে মারা যান ওই নারী। পরে বিকালের দিকে তার দাফন হয়েছিল।
নিসারন নেছার বড় ছেলে আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকাবাসি রামনগর কবরস্থানের আশে পাশের মাঠে ও বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করছেন।
আলমগীর হোসেন জানান, আমার মা সোমবার মারা গেছেন। আজ মঙ্গলবার ফজরের নামায শেষে কবর জিয়ারত করতে এসেছিলাম। কবরের পাশে এসে কবর খোড়া দেখে কাছে এগিয়ে যাই। কবরের মধ্যে মায়ের কাফনের অংশ পড়ে আছে। মায়ের লাশ নেই। ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় কবর থেকে মৃতদেহটি গায়েব হয়ে গেছে।
বামুন্দী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের রামনগর গ্রামের সদস্য হাবিল উদ্দীন জানান, লাশ চুরির ঘটনা গ্রামে এটিই প্রথম। এত বৃদ্ধ মানুষের লাশ কেন চুরি হয়েছে এটা কেউ বুঝতে পারছেন না। মারা যাওয়া এই নারী প্রায় ২ বছর প্যারালাইজড হয়ে বিছানাগত ছিলেন।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাহাবুদ্দীন জানান, এলাকাবাসির মুখ থেকে খবর পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন