বাগেরহাটের রামপাল উপজেলার রনসেন এলাকায় বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে খুলনা-মংলা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি বলেন, সকালে মহাসড়কের পাশে বস্তাবন্দি লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, নিহতের গলায় শার্ট প্যাঁচানো ছিল। ধারণা করা হচ্ছে ৬-৭ দিন আগে হত্যা করে লাশ গুমের উদ্দেশে কেউ বস্তায় ভরে ফেলে রেখেছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/মাহবুব