সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে ফরিদপুরে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহজাহান, পৌরসভার প্রধান প্রকৌশলী কাউসার আলী মোল্যা, কাউন্সিলর নাফিজুল ইসলাম তাপস, ইদ্রিস খান, মাহফুজুর রহমান মামুন, পৌরসভার সচিব তানজিলুর রহমান প্রমুখ।
পৌরসভা সংলগ্ন মুজিব সড়কে আধা ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন