নীলফামারীতে তথ্য অফিসের উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রচারপত্র বিলি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ডিসি অফিস চত্তরে নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন সাধারণ মানুষদের মাঝে তথ্য মন্ত্রনালয়ের 'জঙ্গিবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক' শীর্ষক প্রচার পত্র বিলির উদ্বোধন করেন।
প্রচার পত্র বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এ, জে, এম, এরশাদ আহসান হাবিব, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার ফজলুল হক, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, ফার্টিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার উপস্থিত ছিলেন।
জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে সারাদেশে প্রচার পত্র বিতরণের অংশ হিসেবে নীলফামারীতেও কর্মসুচী শুরু করা হয়।
জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী বিষয়ক ৫শ প্রচার পত্র বিতরণ করা হবে নীলফামারী জেলায় বলে জানান তথ্য কর্মকর্তা।
বিডি প্রতিদিন/ ০২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন