কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৩ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে গোপান সংবাদে ভিত্তিতের অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বলে জানান টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে দীন মোহাম্মদ (৩৮), সাবরাং ইউনিয়নের কচুঁবনিয়া এলাকার মোজার মিয়ার ছেলে মো. ইসলাম (৩৮) ও একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে হোসেন আহমদ (৩৮)।
ওসি মো. আব্দুল মজিদ জানান, মঙ্গলবার ভোর রাতে পুলিশ টেকনাফ হ্নীলা আলী আকবর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই তিন মানবপাচারকারীকে গ্রেফতার করে। তারা সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারে জড়িত এবং তাদের বিরুদ্ধ মানব পাচারের অভিযোগে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/মাহবুব