জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবং হাতে হাত রেখে মানববন্ধন করেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।
আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে সকল শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করে। মানববন্ধন শেষে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশেরও আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও সালন্দর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, সহকারি অধ্যাপক বাংলা বিভাগ আহমেদ কবির, ইংরেজি প্রভাষক লক্ষী নারায়ণ সেন গুপ্ত প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই মানববন্ধন। এছাড়া কুচক্রিদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সজাগ হতে হবে।
বিডি প্রতিদিন/০২ আগষ্ট ২০১৬/হিমেল-২০