মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার দুপুরে ওই এলাকার একটি বাড়িতে নির্মাণকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বি এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে মফিজ হাওলাদার বাড়িতে নির্মাণ কাজ করার কাজ করছিলেন ওই যুবক। এ সময় অসাবধানতা বসত বিদ্যুতের তার কেটে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৬/মাহবুব