চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে পুকুরে ডুবে সানজিদা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সানজিদা কানসাট ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও বিশ্বনাথপুর গ্রামের আবদুস সামাদের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সানজিদা আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় হঠাৎ করে পানিতে পড়ে সে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী খোঁজাখুঁজি করে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি রমজান আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি শুনেছেন বলে জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ