সিরাজগঞ্জের এনায়েতপুরে সোমবার সকালে যমুনা নদী থেকে উদ্ধারকৃত বস্তাবন্দি শিশুসহ দুই নারীর পরিচয় মিলেছে। এরা হলেন- গাজীপুরের শ্রীপুর থানার টেংরা বাজার এলাকার আব্দুল হাদির স্ত্রী মেহেরুন (৩৫), জাহাঙ্গীরের মেয়ে জাইম্যা খাতুন (৪) ও বাদলের স্ত্রী নাসরিন (৩০)।
গত ৩১ জুলাই সকালে ডাক্তার দেখানোর কথা বলে তিনজন নিখোঁজ হয়েছিল বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।
নাসরিনের স্বামী বাদল জানান, ৩১ জুলাই রবিবার সকাল ১১টার দিকে শিশু জাইম্যাকে ডাক্তার দেখানোর কথা বলে তিনজন বাড়ি থেকে শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশ্যে বের হয়। বিকেলে বাড়ি না ফেরায় মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়। এরপর তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে বিভিন্ন টিভি চ্যানেলে সংবাদ দেখে তারা সিরাজগঞ্জে ছুটে আসেন।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সোমবার সোয়া ১১টার দিকে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে দুটি বস্তা ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে বস্তা দুটি উদ্ধারের পর খুলে তিনটি লাশ পাওয়া যায়। বিকেলে লাশ মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, টিভি ও অনলাইন পোর্টালে ছবি দেখে পরিবারের স্বজনরা প্রাথমিকভাবে চিনতে পারে। পরে গভীর রাতে হাসপাতালে এসে মরদেহ দেখে তিনজনকেই শনাক্ত করেন স্বজনরা। মঙ্গলবার দুপুরে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি। তবে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত চলছে। অচিরেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ