চট্টগ্রাম থেকে চুরি হওয়া মটরসাইকেল ফেনীর মজলিশপুর নামক স্থান থেকে উদ্ধার করেছে চট্টগ্রামের বায়েজিদ থানা পুলিশ। একইসঙ্গে চুরির অভিযোগে আশরাফুল ইসলাম রুপম (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আশরাফ বায়েজিদ থানার বাস্তুহারা কলোনীতে বসবাসরত সরকারি কর্মকর্তা আবদুল খালেকের ছেলে। মঙ্গলবার ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন।
তিনি বলেন, রুপম বিদেশ থেকে আশার পর চুরিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। তার সঙ্গে আরও পাঁচ-সাতজন সঙ্গী আছেন। জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হবে বলে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরে প্রতিবেশী কবির হোসেনের বাসার নিচ থেকে মটরসাইকেলটি চুরি করে রুপম। সেটি সহযোগিদের মাধ্যমে ফেনীতে পাঠিয়ে দেয় সে। এরপর এলাকায় দিব্যি ঘোরাফেরা করতে থাকে যাতে তাকে কেউ সন্দেহ না করে। ওইদিনই কবির হোসেন বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ