আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বন্যাকবলিত, দুর্গত ও বানভাসী মানুষদের সরকার পুর্নবাসন করবে। আজ বিকালে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
সকালে উত্তোরাঞ্চলের কুড়িগ্রাম জেলা সফরে আসে আওয়ামী লীগের একটি টিম। হানিফের নেতৃত্বে বন্যা কবলিত এলাকা পরিদর্শন টিমে আরও ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। এছাড়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সোহাগ দুর্গত এলাকায় নিজ নিজ টিমের নেতৃত্ব দেন।
নাগেশ্বরীর বল্লভের খাস ইউনিয়নে ত্রাণ বিতরণকালে হানিফ আর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যা কবলিত মানুষদের নিয়মিত খোজখবর রাখছেন। তার নির্দেশে আজ আমরা আপনাদের কাছে এসেছি। তিনি বলেন, বন্যা যতই প্রকপ হোক একটি মানুষও না খেয়ে মরবে না। বর্তমান সরকার আপনাদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রেখেছেন
হানিফ বলেন, শেখ হাসিনার শাসনামলে একটি মানুষও না খেয়ে কষ্ট করবে না, মারা যাবে না। যতদিন বন্যা থাকবে, পানি নেমে যাওয়ার পর যতদিন কাজের ব্যবস্থা হবে না ততোদিন সরকার আপনাদের ত্রাণের ব্যবস্থা করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন।
এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাফর আলী, বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা, উলিপুর আওয়ামী লীগ সভাপতি মতি শিউলি, যুবলীগ জেলা আহ্বায়ক রুহুল আমিন দুলাল, প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল আওয়ামী লীগের টিমটি কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
বিডি-প্রতিদিন/ ০২ আগস্ট, ২০১৬/ আফরোজ