বরিশাল-ঢাকা সড়ক পথের মাওয়া ফেরিঘাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকাসহ মূল্যবান মালামাল খুইয়েছেন দুই যুবক। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনার শিকার সুমন সিকদার বরিশাল নগরীর ৩নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাজধানীর একটি শপিং মলের কর্মচারী। অপরজনের নাম দুর্জয়। তিনি বরিশাল নগরীর নাজিরের পোল এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
সূত্র জানায়, ঢাকার কলাবাগান থেকে ঈগল পরিবহনের একটি বাসে তারা দুই জন বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হন। মাওয়া ফেরি ঘাটে পৌঁছার পর তাদের দুইজনকে অচেতন অবস্থায় দেখতে পায় বাসের স্টাফরা। পরে বাসের স্টাফরা বরিশাল এনে তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
মাওয়া ঘাটে পৌঁছার আগেই তারা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পড়েন বলে পরবর্তীতের সুস্থ হয়ে তারা স্বজনদের জানান। দুস্কৃতিরা সুমনের মুঠোফোনসহ নগদ ২০হাজার টাকা ও দুর্জয় দাসের সাড়ে সাত হাজার টাকা নিয়ে যায়।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ