বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের এসআই পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক হয়েছেন উৎপল মন্ডল নামে এক কাঠমিস্ত্রি। গত সোমবার রাতে উপজেলার বাশাইল গ্রামে দেবেন্দ্র নাথ মুন্সির কলেজ পড়ুয়া মেয়ে মৌসুমীকে ভুয়া পরিচয়ে বিয়ে করতে গিয়ে আটক হয় সে। উৎপল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিসতাইল গ্রামের নিরাপদ মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আগৈলঝাড়া থানার এসআই এনামুল হাসান জানান, গত সোমবার রাতে পুলিশের এসআই পরিচয়ে বাশাইল গ্রামের মৌসুমীকে বিয়ে করতে যায় উৎপল। তার কথা বার্তায় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত লোকজনের সন্দেহ হলে তাকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। তার কাছ থেকে পুলিশের একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। এতে তার নাম লেখা রয়েছে সুদেব বিশ্বাস। এ ঘটনায় এসআই এনামুল হাসান বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই হেদায়েত উল্লাহ জানান, গ্রেফতারকৃত উৎপল পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি দুই পুত্র সন্তানের জনক। পুলিশ পরিচয়ে বহুদিন ধরে উৎপল বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন। উৎপলের নামে ডাকাতি, চুরি ও নারী নির্যাতনের অভিযোগে গোপালগঞ্জের বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ