দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা দুর্গতদের পাশে দাড়িয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত দুইদিন ধরে ৮টি টিমে তারা বিভিন্ন জেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ ও ওষুধ বিরতণ করছেন। একইভাবে বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ ও ছাত্রলীগ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। তারা বলেছেন, বানভাসী মানুষদের সরকারের পক্ষ থেকে পুনর্বাসন করা হবে। স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত দুর্গত মানুষের পাশে থাকবে সরকার।
ছাত্রলীগের ১০টি টিম দেশের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন। সকালে মানিকগঞ্জে রুটি প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গত দুইদিন ধরে সেখানে অবস্থান করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এসএম কামাল হোসেন ও স্থানীয় এমপি নাঈমুর রহমান দূর্জয় ও মমতাজ বেগম।
আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শরিয়তপুরের জাজিরার নাওডোবা, বিলাসচড়, বড়কান্দি, বিলাশপুরসহ এলাকায় ত্রাণ বিতরণ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের টিম। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম ও জেলা আওয়ামী লীগের সভাপতি খোকা সিকদার। ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি নুসরাত জাহান নুপুর, খালেদা হোসেন মুন, ইমরান খান, নূরে আলম আশিক, পারভেজ মিয়াসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। নেতৃবৃন্দ সাড়ে ৬শ' পরিবারের মধ্যে ২০ কেজি চাল, নগদ টাকাসহ ওষুধ বিতরণ করেন। বুধবার বিভিন্ন উপজেলায় তারা দেবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে উত্তারাঞ্চলের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। এছাড়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, ছাত্রলীগের সভাপতি সাইফুজ্জামান সোহাগ দূর্গত এলাকায় নিজ নিজ টিমের নেতৃত্ব দেন। এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক জাফর আলী উপস্থিত ছিলেন। আগামীকাল আওয়ামী লীগের টিমটি কুড়িগ্রামের চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।
জামালপুরের মেলানদহ উপজেলার ফুলফুচা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বানভাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, জেলা সভাপতি বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ। এছাড়া সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/ ০২ আগস্ট, ২০১৬/ আফরোজ