যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে কমে বিপদসীমার ৫২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এখনো প্রায় আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় দুর্ভোগে জীবনযাপন করছে। মানুষের হাত-পায়ে ঘা, পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে।
এদিকে, ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকলেও অনেকের হাতে তা পৌছেনি। বাঁধের উপর গরু ছাগলের সাতে দুর্বিষহভাবে রাত কাটাচ্ছে বানভাসী মানুষ। জেলার পাঁচটি উপজেলার ৪৮টি ইউনিয়ন কিছু কিছু স্থানে দু'সপ্তাহ আবার কিছু স্থানে মাসখানেক ধরে মানুষ পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন যাপন করছে। বানভাসী মানুষ গরু-ছাগল-হাঁস মুরগী নিয়ে রাস্তার ধারে কিংবা উঁচুস্থানে আশ্রয় নিয়েছে। অনেকে উঁচু জায়গা না পাওয়ায় পানির মধ্যে কোনরকম জীবন কাটাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ছাত্র-ছাত্রীর লেখাপড়ার বিঘ্ন ঘটছে।
বিডি-প্রতিদিন/ ০২ আগস্ট, ২০১৬/ আফরোজ