সাভারের বিরুলিয়া এলাকায় পিকনিকে এসে তুরাগ নদীতে গোসলে নেমে দু'জন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধার করতে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- গাজীপুর ওলি মিয়ার ছেলে মিজানুর রহমান (২৮) ও কুদরুত উল্লাহর ছেলে মিনহাজ (১৮)। মিজানুর মুদি দোকানি ও মিনহাজ ডেকারেটর ব্যবসা করেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি গাজীপুরের কাশিমপুর এলাকায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক মামুন মাহামুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ রয়েছেন। নদীর প্রবল স্রোত তাদের ভাসিয়ে নিয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে। তাদেরকে না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার কাজ চালিয়ে যাব।
এ ব্যাপারে সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ এসআই আশরাফ উদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গাজীপুরের কাশিপুর থেকে একটি নৌকাযোগে ৩০ জন বিরুলিয়ায় পিকনিকের উদ্দেশ্যে আসে। এরমধ্যে মিনহাজ নামে একজন নদীতে গোসলের জন্য নামে। এ সময় নদীর প্রবল স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য মিজান নামে অপর এক ব্যক্তি নদীতে ঝাঁপ দেয়। নদীর স্রোত দুইজনকেই ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে দুইজনই নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের কোন খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ