সাতক্ষীরায় মোমেনা খাতুন নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মৃহদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মাগুরা বউবাজার এলাকার আব্দুল হামিদের বাড়ির পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
ওই গৃহকর্মী স্থানীয় একটি ছাত্রাবাসে রান্না করতেন। তবে তিনি কোথায় থাকতেন তা জানা যায়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গৃহকর্মী মোমেনার সাথে পাশের গ্রাম পাথরঘাটার জনৈক আসাদের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল মোমেনা আসাদের রুমে অন্য এক নারীকে দেখে। বিষয়টি নিয়ে আসাদের সাথে মোমেনার বাকবিতণ্ডা বাধে। ওই সময় আসাদ প্রকাশ্যে তাকে মারধর করে। সকালে স্থানীয়রা গাছে মোমেনার মৃতদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। এ সংক্রান্ত একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
ওসি জানান, তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১১ আগস্ট, ২০১৬/ আফরোজ