খুলনা থেকে হারিয়ে যাওয়া নয় বছর বয়সী মো. আসিফ মণ্ডলকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। বুধবার রাতে ফরিদপুরের মাইক্রো স্ট্যান্ডে এলোমেলো ভাবে ঘোরাফেরার সময় স্থানীয়রা ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পে খবর দেয়। পরে র্যাবের একটি টিম মো. আফিস মণ্ডলকে তাদের হেফাজতে নেয়।
র্যাবের হেফাজতে আসিফ জানান, সে খুলনার মিরের ডাংগা এ্যাজাক্স মিলের কোয়ার্টার থেকে হারিয়ে যায়। বিভিন্ন যানবাহনযোগে ফরিদপুরে আসে। পরে র্যাব ক্যাম্পের অধিনায়ক হারিয়ে যাওয়া আসিফের কথা অনুযায়ী ঠিকানায় যোগাযোগ এবং তথ্য সংগ্রহ করে তার বাবা-মায়ের সাথে কথা বলেন। বৃহস্পতিবার সকালে র্যাব সদস্যরা হারিয়ে যাওয়া আসিফকে তার বাবা আব্দুল রাজ্জাক মণ্ডল ও মা আনজুমান আরা বেগমের কাছে হস্তান্তর করেন। কেউ তাকে অপহরণ করে ফরিদপুরে এনেছে কিনা তার কিছুই জানাতে পারেনি আসিফ।
বিডি-প্রতিদিন/ ১১ আগস্ট, ২০১৬/ আফরোজ