গোপালগঞ্জে জেলা বিএনপির এক সময়ের ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। সম্প্রতি বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
কারণ হিসেবে জানা গেছে কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন না করায় তৃনমূল নেতাকর্মীদের মধ্যে এ ক্ষোভ দেখা দিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে জেলা বিএনপির এক নেতা জানান গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখানে আমরা বিভিন্ন প্রতিকুল অবস্থার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপিকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি। কিন্তু দেখা যাচ্ছে যারা গোপালগঞ্জে স্থায়ী ভাবে থাকেন না, যারা ঢাকা অফিস বা গুলশান অফিস কেন্দ্রীক রাজনীতি করছেন কেন্দ্র তাদের মূল্যায়ন করছে।
তিনি আরো বলেন কেন্দ্রীয় নেতারা চায় না যে গোপালগঞ্জে বিএনপি শক্তিশালী হোক। যে কারণে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করা হচ্ছে না। এখন বিএনপি করতে গুলশান কার্যালয়ের এক কর্মকর্তার হুকুম মেনে চলতে হবে। ওই কর্মকর্তার সঙ্গে যাদের যোযোগাযোগ আছে তারাই দলে স্থান পেয়েছেন।
আজ বৃহস্পতিবার মুঠোফোনে জেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন গোপালগঞ্জ সদর থেকে কাউকে কেন্দ্রীয় কমিটিতে রাখা হয়নি। তবে কেন্দ্রীয় কমিটিতে যদি প্রতিষ্ঠার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যারা জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন তাদের মধ্য থেকে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া উচিত ছিল। এসব নেতাদের কেন্দ্রীয় কমিটিতে রাখা হলে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হতো।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন