ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় বুধবার রাতে হাসানুজ্জামান শাবলু (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গুলি করে মারাত্মক আহত করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক হওয়ার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
গুলিবিদ্ধ হাসানুজ্জামান শহরের কলাবাগান এলাকার মীর মোতাহার হোসেনের ছেলে।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ শহরের আরাপপুর উকিল পাড়ার মেসের পাশ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
ঝিনাইদহ সদর সার্কেল গোপিনাথ কানজিলাল জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আরাপপুর উকিল পাড়ায় বনফুল মেসে মাদক সেবনকে কেন্দ্র করে বির্তকের একপর্যায়ে হাসানুজ্জামান শাবলু নামে মাদক ব্যবসায়ীকে পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায় তার মাদকসেবী বন্ধু ওলিউল্লাহ ওরফে তন্ময়। এ ঘটনায় পুলিশ বৃস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত অবস্থার আরাপপুর ওই মেসের পাশের একটি ঝোপের মধ্যে থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে। তিনি আরো জানান, মামলা এখানো হয়নি। তবে জড়িত বন্ধুকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন