জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম খান মুন্না, রনী হোসেন মোল্লা, দ্বীন ইসলাম, আমীর হামজা প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ’৭৫-র ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবি জানান।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন