বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত রাজিব উদ্দিন (২৭) নামে যুবদলের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব উদ্দিন ধুনট পৌর এলাকার সদরপাড়ার আব্দুল বারিক সোনারের ছেলে।
ধুনট থানার এসআই ওয়াদুদ আলী জানান, ২০১৬ সালের ৬ জানুয়ারি জামায়াত-বিএনপির অবরোধ চলাকালে ধুনট শহরে পুলিশের সঙ্গে অবরোধকারীদের পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় ধুনট থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রাজিবের বিরুদ্ধে বগুড়া আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
কিন্তু আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। ওই গ্রেফতারি পরোয়ানামূলে রাজিবকে গ্রেফতার করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন