কুমিল্লার চৌদ্দগ্রামে ৭ হাজার পিস ভারতীয় অবৈধ স্টেরয়েড ট্যাবলেট, ১’শ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজাসহ বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে আমানগন্ডা ও সাতঘড়িয়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মালগুলো আটক করে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমানগন্ডা বিজিবি জামাইপাড়া থেকে ৭ হাজার পিস স্টেরয়েড ট্যাবলেট, ১’শ বোতল ফেন্সিডিল ও ১০ কেজি গাঁজা আটক করে। এছাড়া সাতঘড়িয়া বিজিবি সদস্যরা বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করে। আটককৃত মালামাল কুমিল্লা মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কুমিল্লা কাস্টমস্ অফিসে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন