কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড় ধসে মোহাম্মদ কাউসার (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কালারমারছড়ার মাইজপাড়া এলাকায় এ পাহাড় ধসের ঘটনা ঘটে। নিহত কাউসার ওই এলাকার আবু সিদ্দিকের পুত্র।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সচিব রশিদ আহমদ জানিয়েছেন, বাড়ির গরুর জন্য সকালে পাহাড়ে ঘাস কাটতে গিয়ে ছিল এ শিশু। এ সময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড় চাপায় এ শিশুর মৃত্যু হয়। বিষয়টি লিখিতভাবে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন