সিরিজ বোমা হামলার সন্দেহজনক আসামি জেএমবি সদস্য সুমন হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সুমনকে তার নিজ বাড়ি শহরের রেলবাজার এলাকা থেকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, ২০০৫ সালে দেশের ৬৩ জেলায় যে সিরিজ বোমা হামলা হয়েছিল তার সাথে জড়িত ছিল সুমন। এ ব্যাপারে পুলিশ সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। ওই সময় সুমন চুয়াডাঙ্গার পাশের জেলা মেহেরপুরে বোমা হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল। সিরিজ বোমা হামলা এবং সাম্প্রতিক নাশকতা বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ