টাঙ্গাইলের বাসাইলে ভটভটির চাপায় লিটন খান (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি বাসাইল পূর্বপাড়ার ছানোয়ার হোসেন মাখনের ছেলে।
স্থানীয়রা জানান, বাসাইল-সখীপুর সড়কের বাসাইল বেপারী পাড়া মসজিদের পাশে শুক্রবার সকালে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে লিটনকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-০৯