সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে অভিযান চালিয়ে উপজেলা আমীরসহ ২ জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ইছামতি গ্রামের একটি জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও ৫টি ককটেলও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, সদর উপজেলা জামায়াতের আমীর ও ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মইদুল আলম (৭০) ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমীর এবং সদর উপজেলার জগৎগাঁতী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে জগৎগাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম (৫৮)।
সদর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম জানান, নাশকতামুলক কর্মকাণ্ড সংগঠিত করার উদ্দেশ্যে জামায়াতের ১০-১২ জন নেতা-কর্মীরা ইছামতি জামে মসজিদে প্রস্তুতিমূলক বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও উপজেলা আমীর ও শিয়ালকোল ইউনিয়ন আমীরকে আটক করা হয়। পরে সেখান থেকে জিহাদী বই ও ককটেল উদ্ধার করা হয়। আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১০