আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচন সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১২