সিলেটে মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সকাল সাড়ে ১১টায় মহানগরীর চৌহাট্টা এলাকায় তিনি এ কার্যালয়ের উদ্বোধন করেন। তবে ওই কার্যালয়ের জায়গা নিজেদের দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন ও মিছিল করেছে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
কার্যালয় উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। আগামী ২০-২৫ বছর পর হয়তো দেশে মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না। কিন্তু তাদের চেতনা ও আদর্শ বাংলাদেশের সাথে মিশে থাকবে।
অর্থমন্ত্রী নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে বলেন, ‘আমি সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করতে পারিনি। তবে আমি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করি। কারণ যুদ্ধের সময় আমি বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করি। ওই এসময় এটাও এক ধরণের যুদ্ধ ছিল।’
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ভবতোষ রায়বর্মন রানা প্রমুখ।
এ দিকে এই ভবনটি জেলার সকল মুক্তিযোদ্ধার সম্পদ দাবি করে তা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের মালিকানায় দেয়ার প্রতিবাদে জেলা মুক্তিযোদ্ধা সংসদ একই সময়ে পার্শ্ববর্তী সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করে। পরে তারা কালোব্যাজ ধারণ ও হাতে কালো পতাকা নিয়ে নগরীতে মিছিলও করেছে।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১৩