আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে মাগুরা সদর উপজেলার কালিশংকরপুর শ্রীপলতলা গ্রামে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এ সময় ১০টি বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।
দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন ও আরোজ আলীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের এক পর্যায়ে রাত ৮ টার দিকে পাট পচানো নিয়ে কালিশংকরপুর শ্রীফলতলা বাজারে তর্কবিতর্কের এক পর্যায়ে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে গেলে প্রতিপক্ষের হামলা পাল্টা হামলায ১০ জন আহত হয়।
এ সময় ১০ টি বাড়ি ও দুটি দোকান ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় হাফিজার (৩৫), শহিদুল ইসলাম (৩৯), মশিউর রহমান (৪১), মুক্তার বিশ্বাস (৪০) ও ইউছুফ মোল্ল্যা (৩০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১৪