বরগুনার মাংস বাজারে মৃত মহিষের মাংস বিক্রির অপরাধে ৩ কসাই ও দায়িত্বে অবহেলার কারণে পৌরসভার এক কর্মকর্তাকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মহিষের মালিক কসাই রিপনকে ১০ হাজার টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অন্য দুই কসাই সোহেল ও রিপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও পৌরসভার স্যানিটারি বিভাগের পক্ষ থেকে বরগুনা মাংস বাজারে মাংসের সঠিক নিশ্চয়তা দিতে সীল প্রদানকারী কর্মকর্তা মো. হুমায়ন কবিরকে দায়িত্বে অবহেলার কারনে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা এই রায় প্রদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্রির জন্য কসাই রিপন যে মহিষটি কিনেছিলো তা গতকাল রাত ১১ টার দিকে মারা গেলে তাৎক্ষনিক জবাই করে আজ মাইকিং করে মহিষের মাংস বিক্রি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে বরগুনা সদর থানার উপ পরিদর্শক মো. হানিফ ঘটনাস্থলে গিয়ে তিন কসাইসহ পৌরসভার স্যানিটারি বিভাগের ঔ কর্মকর্তাকে আটক করে।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১৮