বাগেরহাটে ‘টেকসই উন্নয়নে দরকার যুব সমাজের ভূমিকা’ এই শ্লোগানকে সামনে রেখে শুক্রবার সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
বাগেরহাটের জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি শেষে কালেক্টরেট ভবনে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ডা. মোজাস্মেল হোসেন এমপি, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন-উল-হাসান, মো. মমিনুর রশীদ, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা হৃশীকেশ দাশ, শেখ আজগর আলী, ক্যাব সভাপতি বাবুল সরদার, উন্নয়ন কর্মী অনীতা রায়, মো. গোলাম মোস্তফা প্রমুখ। সভা শেষে প্রশিক্ষানার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/১২ আগস্ট ২০১৬/হিমেল-১৯