জঙ্গি সন্দেহে বরিশালে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কীর্তনখোলা নদীর তীরবর্তী কোস্টগার্ড জেটি এলাকা তাকে আটক করা হয়।
বিকেল ৩টার দিকে বরিশাল কোস্টগার্ডের গোয়েন্দা স্টাফ শফিকুল ইসলাম জানান, জঙ্গি সন্দেহে ফরহাদকে আটক করা হয়েছে। আটকের পর তাকে র্যাব জিজ্ঞাসাবাদ করছে।
কোস্টগার্ড সূত্র জানায়, আটকের পর ফরহাদের কাছ থেকে পৃথক দু’টি জন্মনিবন্ধনের কার্ড উদ্ধার করা হয়। একটিতে তার পরিচয় ময়মনসিংহের বালুয়াঘাটার বাঘাইতলা এলাকার আমিরখাকুড়ার এক নম্বর ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেনের ছেলে। অন্যটিতে বরিশাল জেলার হিজলা উপজেলার পালপাড়া এলাকার আব্দুল হালিম ঢালীর ছেলে।
বিডি প্রতিদিন/ ১২ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন