লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত (৪০) এক নারীর বিবস্ত্র গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরের উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম চর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম চরের তিস্তা নদীতে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এলাকাবাসীর খবর পেয়ে শুক্রবার দুপুরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
তিনি আরও জানান, বিবস্ত্র লাশটি গলে যাওয়ায় তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কি না তা বুঝা যায়নি। ধারণা করা হচ্ছে লাশটি উজান থেকে তিস্তা নদীর পানির স্রোতে ভেসে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে ও ময়না তদন্তের জন্য লাশটি লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৬/হিমেল-১৮