কক্সবাজার জেলার মহেশখালীতে বাড়ির দেয়ালে চাপা পড়ে রাকিবুল ইসলাম নামের এক চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। এ সময় মা পাখি আকতার (৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত পাখিকে উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়, রাজুয়ার ঘোনা গ্রামের জিয়াউর রহমানের বাড়ির মাটির দেয়াল বৃষ্টির কারণে নরম হয়ে যায়। দেয়ালের ভেতর ইঁদুর বাসা বাধে। শুক্রবার সেসব গর্তে মাটি ভরিয়ে দুর্বল দেয়াল মেরামত করছিলেন গৃহবধূর পাখী আকতার।
এ সময় শিশু রাকিব উঠানে খেলছিল। কিছুক্ষণ পর দেয়ালটি ধসে পড়লে তাৎক্ষণিকভাবে মা ও শিশু দুজনেই চাপা পড়ে।
পরে প্রতিবেশীরা এসে চাপা দেয়ালের ভেতর থেকে মাকে জীবিত উদ্ধার করতে পারলেও ছেলেটি ততক্ষণে প্রাণ হারায়। আহতাবস্থায় মাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হোয়নক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এশার নামাজের আগে নিহত রাকিবের জানাজা সম্পন্নের আয়োজন করা হচ্ছে। আহত পাখী আকতারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন