টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বৃহস্প্রতিবার রাতে বল্লা ইউনিয়নের রামপুর দক্ষিন পাড়া থেকে ৪ কেজি গাঁজাসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আখেরুজ্জামান জানান, এস.আই মানিক চন্দ্র দে'র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে উপজেলার রামপুর দক্ষিন পাড়া থেকে উপজেলার কোকরাইল গ্রামের মৃত নওশের আলীর ছেলে খোরশেদ (৫২) এবং কদিম খরশিলা গ্রামের মৃত বাদু মিয়ার ছেলে বদিউজ্জামানকে (৫৫) ৪ কেজি গাঁজাসহ আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য বিক্রী করে আসছিল। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ আগস্ট ২০১৬/হিমেল-২০