সাতক্ষীরায় নিখোঁজের ৩০ ঘন্টা পর বেতনা নদী থেকে কিশোর জাহিদ হাসানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার বেতনা নদীর নেহালপুর স্লুইজগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুর রহমান ঢালীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশের গ্রাম মাটিয়াডাঙ্গায় ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় ১৪ বছরের কিশোর জাহিদ হাসান।
নিহতের মা তাসলিমা খাতুন জানান, বৃহস্পতিবার সকালে প্রতিবেশি খলিলুর রহমানের ছেলে মিলন (১৩) আব্দুস সালামের ছেলে আদিল (১৩), আব্দুর রহিমের ছেলে সুজন(১২) সহ কয়েকজন এসে ফুটবল খেলার কথা বলে জাহিদ হাসানকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হয় জাহিদ হাসান। শুক্রবার গ্রামবাসি বেতনা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে নেহালপুর স্লুইস গেট সংলগ্ন এলাকা থেকে জাহিদের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/ ২৬ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন