দিনাজপুর শহরে মো. ইয়াছিন (১০) নামে এক নির্যাতিত শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের সুইহারী মাইক্রোস্ট্যান্ড থেকে উদ্ধারের পর তাকে চিকিৎসার জন্য দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে আসলে নিরাপত্তার অভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শিশুটি বর্তমানে ওই হাসপাতালে ভর্তি রয়েছে।
উদ্ধার হওয়া মো. ইয়াছিন ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর আনন্দপুর গ্রামের মো. বাবুলের ছেলে।
কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত জানান, রাজু নামে এক ব্যক্তি দিনাজপুর সুইহারী মাইক্রোস্ট্যান্ডে মো. ইয়াছিন নামে এক শিশুকে আহত অবস্থায় প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপরই পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যায়।
উদ্ধার হওয়া শিশুটির দেওয়া তথ্যে এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত জানায়. দিনাজপুর শহরের পুলিশ লাইন সংলগ্ন ইসলামবাগ বেলতলা নামক এলাকার অ্যাড. মো. ফারুক হাসান মিনহাজুল আবেদীনের স্ত্রী মোছা. রেনা পারভীন বাবার বাড়ি ময়মনসিংহ থেকে মো. ইয়াছিনকে কাজের জন্য ৪ মাস পূর্বে নিয়ে আসে। ইয়াছিন এখানে আসার পর থেকে তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। নির্যাতনের শিকার শিশুটি বাড়ি থেকে পালিয়ে দিনাজপুর সুইহারী মাইক্রোস্ট্যান্ডে আসে। উদ্ধারের সময় ইয়াছিনের মাথার চুল ছেঁড়া এবং সারা শরীর জুড়ে রয়েছে ক্ষত চিহৃ দেখা যায়।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. বিপুল চন্দ্র রায় জানান, শিশুটির শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। উন্নত চিকিৎসা এবং নিরাপত্তাজনিত কারণে তাবে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। তার শরীরে নতুন পুরাতন অনেক আঘাতের চিহৃ রয়েছে। শিশুটির সারা শরীর ক্ষত-বিক্ষত অবস্থায় রয়েছে।
কোতয়ালী থানার ওসি রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক যুবক মোবাইলে সংবাদ দিলে পুলিশ তাকে উদ্ধার করে। জনৈক ফারুক অ্যাডভোকেটের বাড়িতে এই ঘটনা ঘটেছে। শিশুটির দেওয়া তথ্যের সত্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে পুলিশ। সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/২৭ আগস্ট, ২০১৬/মাহবুব