বোর্ড পরীক্ষায় ছয়টি সৃজনশীল প্রশ্নের জায়গায় সাতটি নিয়ম করা হলেও সময় বৃদ্ধি করা হয়নি। উত্তর দিতে হবে আগের নির্ধারিত সময়ের মধ্যেই। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানাতে শনিবার বগুড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে শহরের সাতমাথায় সরকারি আজিজুল হক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে কলেজ শিক্ষার্থী সাফিউল, সাজ্জাদ, সিহাব, কৌশিক, নাজিরুল, রায়হান, রিয়া, আন্নিসহ আরো অনেক শিক্ষার্থী বক্তব্য দেন।
শিক্ষার্থীরা জানান, আগে পরীক্ষার খাতায় প্রত্যেক বিষয়ে ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হতো। এখন সেখানে আরো একটি প্রশ্ন বাড়িয়ে দিয়েছেন সংশ্লিষ্টরা। কিন্তু সময় বাড়ানো হয়নি। ফলে শিক্ষার্থীদের জন্য এত কম সময়ে উত্তর দেয়া অনেক কঠিন হয়ে যাবে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা