রাঙামাটির নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন করতে হলে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যমত ছাড়া সম্প্রীতি এবং সম্প্রীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
শনিবার সকালে এক মতবিনিময় সভায় প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা বলেন।
এ সময় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবু সাঈদ, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব প্রকাশ চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহমেদ, সাধারণ সম্পাদক ও দৈনিক রাঙামাটির সম্পাদক মো. আনোয়ার-উল-হকসহ রাঙামাটির কর্মরত প্রিন্স ও ইলেট্রনিক মিডিয়ার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান আরও বলেন, রাঙামাটিতে বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপিত হলে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থা পাল্টে যাবে। পাশাপাশি সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার মানও উন্নত হবে। তাই পার্বত্যাঞ্চলে পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীদের উন্নয়নের দোরগোড়ায় পৌঁছাতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বিডি প্রতিদিন/২৪ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা