রিমান্ডে থাকা জেএমবি সদস্যের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বগুড়া জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) গাজিউর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রিমান্ডে থাকা জেএমবি সদস্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুবাপুরি গ্রামের মৃত একরামুলের ছেলে সুলতান মাহমুদ (৪৮) ও একই উপজেলার বকচর গ্রামের আতাউর রহমানের ছেলে শাহাদত হোসেন ওরফে রতনকে (২৩) জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বগুড়া জেলা ও গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার দিবাগত রাতে সুলতানের বর্তমান ঠিকানা বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তারা সুলতানের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, তিনটি চাপাতি ও একটি হাসুয়া উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন