সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাঐল বটতলা এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ মোতালেব হোসেন খান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ ভোররাতে র্যাবের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক মোতালেব হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার চাদপুর গ্রামের মৃত সুজাবত আলী খানের ছেলে।
র্যাব-১২ ক্যাম্প কমান্ডার হাসিবুর আলম জানান, মোতালেব দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ পাশ্ববর্তী এলাকায় অস্ত্র ব্যবসা করে আসছিল। অস্ত্র বেচাকেনা হবে এমন সংবাদের ভিত্তিতে আজ ভোর রাতে মাইঝাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি রিভলবারসহ মোতালেব হোসেন খানকে হাতে-নাতে আটক করা হয়। এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার