প্রকাশ্যে ভোট প্রদান, পোলিং এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী ভোট বর্জন করেছেন। সোমবার সকাল আটটা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। বিভিন্ন কেন্দ্র থেকে ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া, জাল ভোট প্রদান ও ভোটারদের ভয় ভীতি প্রদর্শনের অভিযোগে ৫ জনকে অস্ত্রসহ আটক করে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট (চাটমোহর উপজেলা ভূমি কর্মকর্তা) মিজানুর রহমান জানান, ভোট গ্রহনের সময় সকাল ১০ টার দিকে কুমিরগাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আইন শৃংখলা বাহিনীর লোকজন অস্ত্রসহ ৫ বহিরাগত যুবককে আটক করেছে।
তারা হলেন, সুজানগর উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের আজিম উদ্দিন মল্লিকের ছেলে পল্টন হোসেন (২৬), একই উপজেলার কাচারীপাড়া গ্রামের হাতেম আলীর ছেলে সেলিম মিয়া (২৮), ভায়না গ্রামের আমজাদ প্রাং এর ছেলে নায়েব আলী (২৫), রুস্তম সরদারের ছেলে মানিক মিয়া (২৮) ও লেকের বনগ্রাম গ্রামের রিপন (২৫)।
এ ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট নয়টি কেন্দ্রে ২৮ হাজার ১০৩ জন ভোটার রয়েছে।
এদিকে বেলা ১২ টার দিকে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বিএনপি প্রার্থী সেলিম খান বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।
প্রসঙ্গত, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচিত চেয়ারম্যান কোরবান আলী বিশ্বাস চলতি বছরের ৫ জুলাই মারা যাওয়ায় এই ইউনিয়নের শুণ্য আসনে উপ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৭