গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদের স্থগিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে আওয়ামী লীগ প্রার্থী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। সকাল সাড়ে ১০টার দিকে কামারদহ ইউনিয়নের তারদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোট গ্রহণ শুরুর পূর্বে কামারদহ ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম রতনের কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্রে আসার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী তৌফিকুর হাসানের কর্মী-সমর্থকরা বাধা দেয়। এতে দু’পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হন।
গুরুতর আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরকে মধ্যে শাওন মিয়া ও হাবিবুর রহমান নামের দুই জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মজিদুল ইসলাম।
গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার মো. আশফিকুজ্জামান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহীনুর রহমান প্রামাণিক জানান, ভোটকেন্দ্রের বাইরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে ভোটকেন্দ্রে যথারীতি ভোট গ্রহণ চলছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০৮