ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি আবেদন উত্তোলনের মেয়াদ শেষ হচ্ছে আজ সোমবার রাত ১২টায়।
এবছর ৫ টি অনুষদের অধীনে ২৫বিভাগের মোট ৮টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ১৬৯৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০নভেম্বর থেকে ২০ নভেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র উত্তোলন করা যাবে। আগামী ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েব সাইট (iu.ac.bd) ভিজিট করে জানা যাবে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০১