ফসল নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে চার ফসল ভিত্তিক ফসল বিন্যাস উদ্ভাবন কর্মসূচীর আওতায় সরিষা- বোরো-রোপা আউস-রোপা আমন ধান ফসল ধারার রোপা আমন ধানের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দহপাড়া গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আযাদ। বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার প্রশিক্ষণ কর্মকর্তা মুহা: কামাল উদ্দিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কৃষাণ কৃষাণীসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট কর্তৃক উদ্ভাবিত স্বল্প মেয়াদী খরা সহিষ্ণ ব্রিধান-৫৭ রোপা আমন ধান চাষ কৃষকরা ভাল ফলন পেয়েছে। এছাড়া এই অন্য জাতের ধানের ১৫ থেকে ২০ দিন আগেই ধান ঘরে তোলা যায়। দুই ফসলী জমি চার ফসল করার নিমিত্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সিটিটিউট এই নতুন জাতের ধান উদ্ভাবন করেছে। ইতিমধ্যেই কৃষকরা এই নতুন জাতের ধান আবাদ করতে ঝুঁকে পড়েছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-০২