বগুড়ার শেরপুরের দারুগ্রামে ১০বছরের ছেলে দুর্জয়কে হত্যার অভিযোগে মাদকাসক্ত পিতা বিধান চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে বগুড়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আ. ন. ম. সাঈদ এই রায় ঘোষণা করেন।
জানা যায়, ২০১৫ সালের ৩১ আগষ্ট স্ত্রীর কাছে নেশার টাকা না পেয়ে পিতা বিধান চন্দ্র সরকার তার ১০ বছরের ছেলে দুর্জয়কে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনী দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
এ ব্যাপারে বিধানের স্ত্রী আগমনী বাদী হয়ে শেরপুর থানায় স্বামীর বিরুদ্ধে ছেলে হত্যার অভিযোগে মামলা দায়ের করে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা বিধানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষী ও দীর্ঘ শুনানির পর আদালত এ রায় দেয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/6