টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়ন পরিষদ ও তিনটি উপজেলার তিনটি ইউনিয়নের তিনটি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনার কাজ। উচ্চ আদালতে মামলার কারনে গত নির্বাচনে কাশিল ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ স্থগিত ছিল। তিনটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে প্রার্থীরা সমান সংখ্যক ভোট পাওয়ায় ওইসব ওয়ার্ডে পুনঃভোট অনুষ্ঠিত হলো।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ধনবাড়ি উপজেলার বানিয়াজান ইউনিয়নের ৩ নং সাধারণ ওর্য়াড, ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের ৬ নং সাধারণ ওর্য়াড ও দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের ১ নং সংরক্ষিত ওয়ার্ডে গত নির্বাচনে প্রার্থীদের মাঝে সমান সংখ্যক ভোট পড়েছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ/১১